সোহেল রানাঃ ” বাংলাদেশকে বদলায়, বিশ্বকে বদলায় “এই স্লোগানকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যশোরের শার্শায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান,সহ-সভাপতি আবুল কালাম আজাদ, শেখ রমজান আলী, সাধারণ সম্পাদক আব্দুল জুব্বার, সাংগঠনিক সালাউদ্দিন আহমেদ, জামায়াতের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মফিজুর রহমান, অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম,হোসেন আলী, মোস্তাফিজুর রহমান বাবু,মোমিনুর রহমান,সফিকুল ইসলাম,সাগর হোসেন,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে খেলাধূলায় বিজয়ী ছাত্র- ছাত্রীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়েছে।
আপনার মতামত লিখুন :