রোববার (২ নভেম্বর) দুপুরে যশোরের শার্শার সীমান্তবর্তী ইছামতি নদীতে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের এক বিশাল পাঙাশ মাছ। উপজেলার অগ্রভুলোট গ্রামের দুই যুবক বিল্লাল হোসেন (২৫) ও আব্দুর রহিম (২২)বড়শি দিয়ে মাছটি ধরেন।
তিন জনের সহযোগিতায় মাছটি পাড়ে তোলা হয়। এসময় শুরু হয় উৎসবের আমেজ। স্থানীয়রা ছুটে আসেন বিশাল মাছটি দেখতে। ভুলোট গ্রামের শিপন হোসেনের দোকানে ওজন করে ১৬ কেজির এ মাছটি উপস্থিত ক্রেতারা প্রতি কেজি ৩০০ টাকা দরে কেটে ভাগ করে নেন। তাতে এক মাছেই তাদের পকেটে আসে চার হাজার ৮০০ টাকা।
মাছ ধরার আনন্দে উচ্ছ্বসিত বিল্লাল হোসেন বলেন, আমরা প্রতিদিনই বড়শি নিয়ে ইছামতি নদীতে যাই। কিন্তু এত বড় মাছ এই প্রথম পেয়েছি। এ বছর নদীতে মাছ বেশ ভালো ধরা পড়ছে।