শার্শায় নূর মোহাম্মদের শেখের সমাধিস্থলে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ 


Shohel Rana প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ১:৫৮ অপরাহ্ণ /
শার্শায় নূর মোহাম্মদের শেখের সমাধিস্থলে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ 

সোহেল রানাঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ৭১’র মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীরযোদ্ধা বাংলাদেশের সূর্য সন্তান শহিদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে হাজারো মানুষ বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় স্মরণ করেছেন।

স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে বুধবার রাত ১২ টা ১মিনিটে ৩১বার তপোধ্বর্ণী মাধ্যমে কর্মসূচি শুরু হয়। বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে ফুলের শ্রদ্ধা জানাতে  ভোর হতেই নানা শ্রেণী পেশার সব বয়সী মানুষ এ সূর্য সন্তানকে শ্রদ্ধা জানাতে শ্রদ্ধাঞ্জলি হাতে সমবেত হন। ভোরের সূর্য উঠার সাথে সাথে স্বাধীনতা ও জাতীয় দিবসে সর্বসাধারণের উপস্থিতিতে সমাধিস্থল মিলন মেলায় পরিনত হয়।

সকালে সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  শওকত মেহেদী সেতু,সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ,পাকশিয়া আইডিয়াল কলেজ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,শার্শা থানা পুলিশ,ডিহি ইউনিয়ন পরিষদ,পাবলিক লাইব্রেরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ফুলের শ্রদ্ধা জানান।

পরে সকাল ৯টার দিকে যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক (এডি) মাসুদ রানা নেতৃত্বে বিজিবির একদল সুসজ্জিত অনারি দলের উপস্থিতিতে বীরশ্রেষ্ঠের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুল আলম খান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন,পাকশিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান,শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কে,  এম রবিউল ইসলাম, কাশিপুর বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নুরে আলম, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের পক্ষে মিরাজুল ইসলাম, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি শেষে বীরশ্রেষ্ঠসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।