শার্শায় পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নব-গঠিত কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের সংবর্ধনা 


Shohel Rana প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ /
শার্শায় পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নব-গঠিত কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের সংবর্ধনা 

সোহেল রানাঃ যশোরের শার্শায় পাকশিয়া মাধ্যমিক বিদ্যেলয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন আলীর সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শার্শা উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নব-গঠিত কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শার্শা উপজেলা ওলামা দলের সভাপতি আব্দুল হান্নান,ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জব্বার সরদার,জামায়াতের সাধারণ সম্পাদক রমজান আলী, শিমুলিয়া কলেজের প্রভাষক বাবলুর রহমান,পাকশিয়া পাবলিক লাইব্রেরী সভাপতি ডাক্তার আব্দুল মান্নান, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য,

কবিরুজ্জামান কবির, ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ,সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, কমিটির অবিভাবক সদস্য শিক্ষক মোকারম হোসেন, শিক্ষার্থী তাহেরা সুলতানা, নাফিজ রেজা প্রিন্স সহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন,ডিহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুবদলের আহবায়ক কমিটির সদস্য ডাবলুর রহমান,সহকারী শিক্ষক মোমিনুর রহমান,আল ইসলাম,সাগর হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। পরে দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।