প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ণ
শার্শায় পুলিশের অভিযানে সাত জুয়াড়ি আটক

জাকির হোসেনঃ যশোরের শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করেছে শার্শা থানা পুলিশ। শনিবার রাত ১১টার দিকে শার্শা উপজেলা পরিষদের বিপরীতে বাবুর চায়ের দোকান থেকে তাদেরকে আটক করা হয়। এসময় চার সেট তাস ও নগদ ২হাজার ১শত ৬৪ টাকা জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলো, রফিকুল ইসলাম, জুবায়ের হোসেন, আক্তারুল ইসলাম, বাবু, নেদা, আব্দুল লতিফ ও মানিক ঢালী। তারা সকলেই শার্শা থানার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম, রবিউল ইসলাম জানান,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে রবিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:
Copyright @ 2023 সারসা বার্তা. All Rights Reserved