
সোহেল রানাঃ যশোরের শার্শার শিববাস শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেনের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) কর্মময় জীবন থেকে বিদায় নেন তিনি। এ উপলক্ষে বেলা ১২টায় প্রতিষ্ঠান হলরুমে শিববাস শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকারম হোসেনের সভাপতিত্বে ও কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা সহকারি শিক্ষা অফিসার বীনা রানী সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিসির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শিববাস শিশু কানন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম,সাড়াতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, উলাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, কলকাকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, চন্দ্রপুর- খলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন মিয়া, গোড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহসান হাবিব,রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হযরত আলীসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।
বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়েন বিদায়ী শিক্ষক মনোয়ার হোসেন। তিনি বলেন, আমি চেষ্টা করেছি বিশেষ প্রয়োজন ছাড়া ছুটি না নিতে। শিক্ষার্থীদের সবসময় পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করেছি। পরিশেষে কর্মময় জীবনে কোনো ধরনের ভুলত্রুটি করে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বাকি জীবন যেন পরিবার-পরিজন নিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে অতিবাহিত করতে পারি, সবার কাছে সেই দোয়া কামনা করছি।
শিক্ষক মনোয়ার হোসেন তিনি ১১/৬/ ১৯৯০ ইং সালের জুন মাসে স্বরুপদাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেছিলেন। শিববাস শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬/৪/২০১৭ইং সালের এপ্রিল মাসে যোগদান করেন এবং ২০/০১/২০২৬ইং সালের ২০জানুয়ারীতে ৩৫ বছরের চাকুরী জিবনের অবসর গ্রহন করেন।