সোহেল রানাঃ যশোরের শার্শায় সদ্য প্রয়াত গোলাম মোস্তফা কামাল এর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে রাত ৭টা পর্যন্ত বেলতা বাগানপাড়া মরহুমের নীজ বাড়িতে এ ক্যাম্পিং চিকিৎসা সেবা দেন ঢাকা হ্নদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের ডাঃ মোস্তফা আল রাসেল।
উক্ত ক্যাম্পিংয়ে প্রায় তিন শতাধিক রোগীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে ডায়বেটিস, রক্তচাপ, ইসিজি পরিক্ষা এবং পাশাপাশি রোগের প্রকারভেদে ঔষধ দেওয়া হয়েছে।
এসময় প্রয়াত মোস্তফা কামালের ছেলে আল মামুন, মোস্তফা আল রাজিব, ইমন কবির নয়ন, টুকটুকি খাতুন, ডিহি ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা,সাইফুল ইসলাম, মোঃ নুরুন্নবী আব্দুল মতিন,মইনুদ্দিন আহমেদ রকি, রেদওয়ান ইসলাম রিমন, নাজমুল ইসলাম শ্রাবন,সাগর হোসেন, শরিফ হোসেন প্রমুখ।
ল্যব এইড যশোরের সার্বিক সহযোগিতা এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মার্কেটিং ডিপার্টমেন্ট মোঃ আইনুদ্দিন হোসেন, সুকান্ত পাল, ইসিজি ডিপার্টমেন্ট জেরিন খাতুন, ল্যাব সায়েন্টিস্ট অফিসার ইয়াসির আরাফাত, শারমিন খাতুন, সজিব শেখ পরশসহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন :