শার্শায় ফেনসিডিলসহ যুবক আটক


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১১:০৫ অপরাহ্ণ /
শার্শায় ফেনসিডিলসহ যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ যশোরের শার্শার ৪০ বোতল ফেনসিডিলসহ রাহুল হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ। সোমবার  বিকালে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাহুল কলারোয়া উপজেলার হিজলদী গ্রামের সৈয়দ আলী হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানায়,মাদক পাচারের গোপন খবরে শার্শা থানা পুলিশের (এসআই) সোহানুর রহমান ও (এএসআই) ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী সুইচ গেট রোডে আহলে হাদিস মসজিদের সামনে অভিযান পরিচালনা করে রাহুল নামে ওই যুবককে আটক করে। পরবর্তীতে তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।যার সিজার মূল্য ১লাখ ২০হাজার টাকা।

শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।