শার্শায় বেগম খালেদা জিয়ার ১৭ তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত


Al Amin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১২, ২০২৪, ৩:২৭ পূর্বাহ্ণ /
শার্শায় বেগম খালেদা জিয়ার ১৭ তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস পালন করা হয়েছে। (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে কারামুক্তি দিবস পালন করা হয়। শার্শা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মোস্তফা কামাল মিন্টু, মনিরুল ইসলাম মনি, মাহবুবুল আলমগীর, বখতিয়ার রহমান, ওসমান আলী ও সরোয়ার হোসেন, শার্শা উপজেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি, আরংগজেব ও আব্দুর রশিদ, যশোর স্বেচ্ছাসেবক দলের সহ-সস্পাদক পিন্টু রহমান, উপজেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহ-সভাপতি জয়নাল আবেদিন মন্টু, শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুর জুবায়ের শাওন, জেলা ছাত্রদলের নির্বাহী কমিটির সদস্য ওহিদুজ্জামান, ছাত্রনেতা সোহেল রানা ও সামি উল্লাহ প্রমুখ।

পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ওয়ান-ইলেভেনের পর ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর কারাবন্দি হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি সাব জেল থেকে মুক্তি পান। এরপর থেকে প্রতিবছর বিএনপি এ দিবসটি পালন করে আসছে।