শার্শায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছায়


Jakir Hossain প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ /
শার্শায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছায়

জাকির হোসেন।। শার্শা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েন দোকান মালিক।

শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার ১নং ডিহি ইউনিয়নের কাশিপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আশ পাশের স্থানীয় জনগন ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কাশিপুর বাজার কমিটির সেক্রেটারি সুমন হোসেন জানান, । আমার বাসা বাজারের সাথে, কাজের চাপ থাকায় বাসার দোতালায় সারা রাত বৈদ্যুতিক ওয়েরিং এর কাজ কাজ করছিলো ইলেকট্রিক মিস্ত্রীরা। তাদের মধ্যে একজন রাত ৩টার দিকে সেহেরী খাবার উদ্দেশ্যে বাসায় যাওয়ার জন্য নিআে মানে। বাসায় যাওয়ার সময় সে দোকানে আগুন লেগেছে বলে চিৎকার দিলে আমরা নিচে চলে আসি। সাথে সাথে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এসে দেখি সব পুড়ে ছায় হয়ে গেছে।

ফ্রীজের সর্টসার্কিটের জন্য দোকানে আগুন আগুন লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ সময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পশের জুতা ও গার্মেন্টসের দেকানেও আনুমানিক ১লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে।

স্থানীয় দোকানের মালিকেরা জানায়, ঈদ উপলক্ষে আমরা রাত ১টা থেকে ২টা পর্যন্ত দোকান খোলা রাখি। কিন্তু ঘটনার দিন পাশের বিজিবি ক্যাম্প থেকে প্রত্যেক দোকানদারদের ৯টার সময় দোকান বন্ধ করে বাজার খালি করে দিতে বলা হয়। আমরা তাদের কথা মতো বাজার খালি করে বাড়িতে চলে যায়। আমাদের মধ্য যদি কেউ বাজারে থাকতো তাহলে এতো বড় ক্ষতি অসহায় গরিব দোকানদারের হতো না।

প্রত্যাক্ষদর্শী মোমিনুর রহমান বলেন, সেহেরী খাওয়ার জন্যি আমি বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আমার গায়ে আগুনের তাপ লাগে। আমি দোকানের পাশের জানলার পাশ দিয়ে দেখি মধ্যি আগুন জ্বলছে। আমি আমার মিস্ত্রীদের ডাক দিলি তারা এসে কারেন্ট বন্ধ করে দেয়। আমরা দেখার আগে সব পুড়ে ছায় হয়ে যায়।