সোহেল রানাঃ যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মূল্য তালিকা না থাকায় ৪ টি দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শওকত মেহেদী সেতু।
মেসার্স আনোয়ার ষ্টারের মালিককে ২ হাজার টাকা, তাজমুল ষ্টারের মালিককে ১ হাজার টাকা, সাত্তার ষ্টারের মালিককে ১ হাজার টাকা ও কালাম ষ্টারের মালিককে ১ হাজার টাকা মোট ৫ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দোকানে মূল্য তালিকা না থাকায় এবং পণ্যের মূল্য বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়। সেই সাথে মূল্য তালিকা রাখতে এবং পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন শার্শা থানা পুলিশের সদস্যরা।