সোহেল রানাঃ যশোরের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তানিয়া বেগম (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক স্বামী সেলিম হোসেন আহত হয়েছেন। বৃহষ্পতিবার (১০ এপ্রিল) রাত ৮ টার সময় যশোর- বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তানিয়া খাতুন উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী দু’জনে নাভারণ বাজারে যাচ্ছিলো। এসময় শ্যামলাগাছি নামকস্থানে পৌঁছালে বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসা একটি পন্যবাহী ট্রাক মোটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দেয়। ওই সময়ে মোটরসাইকেল চালক সেলিম ও তার স্ত্রী তানিয়া বেগম রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ তানিয়া খাতুনকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, নিহতের সুরুতহাল রিপোর্টের পরে স্বজদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :