শার্শা উপজেলায় রাজনৈতিক বিরোধের জেরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবককে অপহরণ করে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জাহিদ হাসান শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাচবুলু গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি স্থানীয় বিএনপি'র একটি গ্রুপের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জাহিদের সঙ্গে স্থানীয় এক প্রতিপক্ষ রাজনৈতিক দলের বিরোধ চলছিল। এরই জেরে ৭ জুলাই দুপুর ১টার দিকে বেনাপোল এলাকা থেকে রাজু গংয়ের নেতৃত্বে সুজন, মিলন, ডিটু এবং আরও কয়েকজন অজ্ঞাত সন্ত্রাসী জাহিদকে অপহরণ করে। তাকে পাচবুলু গ্রামের এতিমখানার পাশের একটি ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে তাকে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি।