শাওন হুসাইনঃ শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে লক্ষণপুর স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন মুস্তাফিজুর রহমান (প্রান্ত) সহ আরো অনেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন লক্ষণপুর ইউনিয়নের অতিথি হিসাবে রাসেল খান বিপ্লব, সেরা দর্শক হিসাবে বাদশা খানসহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ বাদশা খান জানান, আমার বয়স প্রায় ৮০ বছর, ‘আমার জীবনে আমি এই লক্ষণপুর মাঠে অনেক খেলা দেখছি সেরা দর্শক হিসাবে পুরস্কৃত করেন তারা”। তবে এ ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় ৪০০/৫০০ জন ।
এ বিষয়ে মুস্তাফিজুর রহমান (প্রান্ত) কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।
ফুটবল টুর্নামেন্টে ইয়াং স্টার দল ৪-২ গোলে বাংলারা টাইগার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি ট্রফি ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকারের ম্যাডেল ।