শাওন হুসাইনঃ শার্শা উপজেলাধীন “পিয়া আই কেয়ার” সেন্টারের পক্ষ থেকে ফ্রী চক্ষু পরীক্ষা করছেন ডাঃ প্রতিভা মন্ডল সহ তিন জন সহকারী (মেডিসিন অফিসার নওয়াপাড়া, যশোর ।
শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত , লক্ষণপুর স্কুল এন্ড কলেজে, অধ্যক্ষ শাহজাহান কবিরের সহযোগিতায়, ফ্রী চক্ষু সেবা কেন্দ্রটি অনুষ্ঠিত হয়। যেখানে শহরের ডাক্তার খানায় ডাক্তার দেখানে লাগে ৭০০ কিংবা ১০০০ টাকা ভিজিট, এখানে লাগছে না কোন টাকা। ফ্রি চক্ষু সেবা নিতে দূরদূরান্ত থেকে ভিড় করে সিরিয়াল করছেন গ্রামের সব বয়সী নারী, পুরুষ ও স্কুল পড়ুয়া ছাত্ররা ।
ডাঃ প্রতিভা মন্ডল ফ্রিতে চক্ষু পরীক্ষা করার পর চোখ গুরুতর নাকি স্বাভাবিক আছে সে বিষয়ে পরামর্শ দেন, যাদের চোকে মারাত্বক সমস্যা ধরা পড়লে তাদের কাছে ১০০ টাকা দিয়ে চোখের মধ্যে আধুনিক প্রযুক্তির ম্যাশিন দিয়ে নিখুত ভাবে চিকিৎসা দিচ্ছেন তারা । এবং যাদের চোখে সমস্যা নাই প্রেসক্রিপশন এর মাধ্যমে কয়েক প্রকারের ড্রাফ, ওষুধ ও চশমা ব্যবহার করার কথা বলেন । প্রেসক্রিপশনে লেখা ড্রাফ, ওষুধ ও চশমা তাদের কাছ থেকে সুলভ মুল্যে ক্রয় করছেন অনেকে।
ডাঃ প্রতিভা মন্ডল আরো বলেন আমাদের কাছ থেকে একটি কার্ড করলে আমাদের হাসপাতালে ডাক্তার দেখানোর আপনাকে ৫০ টাকায় চোখ দেখাতে পারবেন, যার বর্তমান ভিজিট মুল্য ৫০০/৬০০ টাকা, তিনি আরো বলেন ,যদি আপনার চোখ আপারেশন করাতে চান তাহলে একার্ডটি সেখানে দেখালে ১০% ডিসকাউন্ট পাবেন কিন্তু কার্ডের মুল্য ২০ টাকা মাত্র ।
ফ্রী চক্ষু পরীক্ষা করাতে আসা এক পেশেন্ট”কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছি, কিন্তু এখান থেকে শহরে যেতে অনেক সময় লাগে ও ডাক্তার দেখানোর মত টাকা নাই আমার, সেখানে তারা নানা প্রকারের মেডিকেল টেস্ট ও ৭০০ টাকার ভিজিট লাগে । এখানে ফ্রি ডাক্তার দেখাতে পারাই আমরা সবাই অনেক উপকৃত হচ্ছি । এমন ফ্রিতে চক্ষু পরীক্ষা করাতে পেরে আনন্দে আত্মহারা গ্রামের অনেক মানুষ। ফ্রীতে চক্ষু পরীক্ষার ব্যবস্থা গ্রহনের সহযোগীতায় ধন্যবাদ জানায় অধ্যক্ষ শাহজাহান কবির “কে।
আপনার মতামত লিখুন :