শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


Shohel Rana প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৪, ১০:৩৭ অপরাহ্ণ /
শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সোহেল রানাঃ যশোরের শার্শায় ডিহি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ১৬ দলীয়  ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার সাড়াতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

উদ্বোধনী খেলায় রঘুনাথপুর ফুটবল একাদশ বনাম গোড়পাড়া ফুটবল একাদশের মধ্যে নির্ধারিত খেলায় ১-১গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে ৫-৪ গোলে গোড়পাড়া ফুটবল একাদশ রঘুনাথপুর ফুটবল একাদশকে পরাজিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন গোড়পাড়া ফুটবল একাদশের গোলরক্ষক সৌরভ হোসেন। খেলা পরিচালনা করেন শান্ত রহমান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওলিয়ার সরদার, জুব্বার সরদার, আঞ্জুমানয়ারা সাথী, ডিহি ইউনিয়ন যুবদল নেতা আমিরুল সরদার, বাবুল হোসেন, সালাউদ্দীন আহমেদ, ডাবলু রহমান, সেচ্ছাসেবক দলের হেলাল হোসেন, আনোয়ার হোসেন, মিলন হোসেন, ডাঃ সাদ্দাম হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা সামিউল ইসলাম মুন্না, আশিকু্জ্জামান রিংকু, মোস্তাক হোসেন সাগর, নিরব হাসান শান্ত, আব্দুল্লাহ সরদার, তাহসান বাবু প্রমুখ।