সোহেল রানাঃ যশোরের শার্শায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শার্শা পার্টি অফিসের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান জহির,বেনাপোল পৌর বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন,আশরাফুল আলম বাবু,যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিএনপির সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ।