শার্শা, প্রতিনিধি: যশোরের শার্শায় ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ্ব নিবন্ধনে উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল১০ ঘটিকায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক যশোর মো: আজাহারুল ইসলাম।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান। সভাপতিত্ব করেন যশোর ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক ইকরামুল ইসলাম শাওন।
উক্ত সভায় বক্তারা বলেন, ইসলামের ৫ টি স্তম্ভের ভিতর হজ একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। পবিত্র এই হজ পালন স্বল্প খরচ ও সহজ করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রতারণা ও ভোগান্তি থেকে রক্ষা পেতে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের মাধ্যমে হজ করা উত্তম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা অধিদপ্তর কর্মকর্তা জাহান- ই-গুলশান, উপজেলা সমবায় অফিসার আব্দুর রাশেদ,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এস এম শাখির উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।