শেখ নাজমুলঃ "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই " ৷ এই প্রতিপাদ্য নিয়ে যশোরের শার্শায় হয়ে গেলো তারুন্যের পিঠা উৎসব ৷ উপজেলা মহিলা অধিদপ্তরের সামনে তারুন্যের পিঠা উৎসব উদ্ভোদন করেন , স্থানীয় সরকার যশোর এর উপ-পরিচালক রফিকুল হাসান ৷
আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজীব হাসান, কেন্দ্রীয় বি এন পি'র সাবেক দপ্তর সস্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বি এন পি'র আহব্বায়ক খায়রুজ্জামান মধু৷
খেঁজুরর রস গুড়ের রসালো পিঠাসহ প্রায় একশত প্রকার পিটার স্বাদ গ্রহন করার জন্য সকল স্থরের জনগনের বিপুল সমাগম ঘটে ৷
খেঁজুরের রস জ্বাল দিয়ে গুড়/ পাটালি বানানোর সরাসরি প্রক্রিয়া দর্শনার্থীরা উৎসাহ উদ্দিপনার সাথে উপভোগ করে ৷