সাবা রিপোর্টঃ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) এর আওতায় যশোরের শার্শা উপজেলার স্কুল,কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোমবার (২১জুলাই) সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা: কাজী নাজিব হাসান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এইচ এম জিল্লুর রশিদ। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খাইরুজ্জামান মধু। শার্শা উপজেলা কলেজ অধ্যক্ষ হাসানুজ্জামান। শার্সা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান কবির, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান ও শার্শা প্রেস ক্লাবের সভাপতি আহাম্মেদ আলী শাহিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান। এবং পুরস্কারের জন্য জন্য মনোনীত শিক্ষার্থী ও প্রধান শিক্ষকগণ ।
২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষে এস এস সি পরীক্ষার সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে মনোনীত শিক্ষার্থীদেরকে জন প্রতি ১০ হাজার টাকা এবং এইচ এস সি পরীক্ষার সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে জন প্রতি ৩০ হাজার টাকা শিক্ষার্থীদের নিজস্ব একাউন্টের মাধ্যমে দেওয়া হয়। উপজেলার মোট ৪০ জন শিক্ষার্থী পুরস্কার লাভ করেছেন। শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ডা: কাজী নাজিব হাসান ও উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু। এ ছাড়াও শার্শার দুটি শিক্ষা প্রতিষ্ঠান শার্শা উপজেলা কলেজ এবং শার্শা সরকারী টেকনিকাল স্কুল এ্যন্ড কলেজ শিক্ষার মান বিবেচনায় পাঁচ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা পুরস্কার লাভ করেছে।
আপনার মতামত লিখুন :