শার্শার কাশিপুর সীমান্তে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক


Shohel Rana প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৫, ৭:০০ পূর্বাহ্ণ /
শার্শার কাশিপুর সীমান্তে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শার কাশিপুর সীমান্ত থেকে ৪০পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুমিশ। শুক্রবার দুপুর ১ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম।

এর আগে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার কাশিপুর। গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটক বিউটি খাতুন (৩০) উপজেলার কাশিপুর গ্রামের মামুন হোসেন ওরফে তৈমুর এর স্ত্রী ও সিমা খাতুন (২৮) একই গ্রামের জামাল হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিতিতে শার্শা থানা পুলিশের (এসআই) মোশাররফ হোসেন, ও (এএসআই) নজিবুল্লাহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে উপজেলার সীমান্তবর্তী কাশিপুর গ্রামে অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যাবসীকে আটক করেন। পরে আটক বিউটি খাতুনের হেফাজত থেকে ১০ পিস ও সীমা খাতুনের হেফাজত থেকে ৩০ পিসসহ মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম আটকের বিষয়টি নিশ্চত করে বলেন,এ ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।