শার্শার ডিহিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও দোয়া 


Shohel Rana প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ /
শার্শার ডিহিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা ও দোয়া 

সোহেল রানাঃ যশোরের শার্শায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা  ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পর্ষদের সভাপতি আবুল কালাম।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবু, শিক্ষার্থী ফাহিম মুত্তাসিন, আফরিন খাঁন, ফাতেমা খাতুনসহ আরও অনেকে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মোমিনুর রহমান, সাহেব আলী, সাগর হোসেন, রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, জাকির হোসেন, সফিকুল ইসলাম, আক্তারুজ্জামান রুনুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ।

পরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরুস্কৃত করেন অতিথিবৃন্দ। একই সাথে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদ ও অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক আরিফ মাহমুদ।