সোহেল রানাঃ যশোরের শার্শায় ডাঃ আব্দুল মান্নান খাঁন এঁর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় পর্ষদের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল ইসলামের সঞ্চালনায় এবং পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও পাকশিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ পর্ষদের সভাপতি আমিরুল আলম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাকশিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান, পাকশিয়া সম্মিলনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাবুদ্দীন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান সর্দার, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ডিহি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক রমজান আলী, যুব জামায়াতের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, শিক্ষা ও পরিবেশ উন্নয়ন ট্রাষ্টের সাধারণ সম্পাদক অহিদুজ্জামান খাঁন বিদ্যুৎ, সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক হোসেন আলী,অবিভাবক সদস্য প্রভাষক সাইদুজ্জামান বাবলু, বিদ্যালয়ের শিক্ষার্থী তাহেরা সুলতানা, ফাহিম মুত্তাসিনসহ আরও অনেকে।
পরে আব্দুল মান্নান খাঁন এঁর রুহের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সাথে আব্দুল মান্নান খাঁন বৃত্তি পরিক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মাননা পত্র তুলে দেন অতিথি বৃন্দ।
আপনার মতামত লিখুন :