শার্শার ডিহিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান 


Shohel Rana প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১০, ২০২৫, ৩:১৪ অপরাহ্ণ /
শার্শার ডিহিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান 

নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী ডিহি ইউনিয়নের ১৫টি স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে বাউন্ডারি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিয়াজ উদ্দিনের সঞ্চালনায় এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসেন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ডিহি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাউন্ডারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন আলী, শিববাস শালকোন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন, কলকাকলি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক মোখলেসুর রহমান, নারকেল বাড়িয়া সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ার বেগম, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সহকারী শিক্ষক রোজিনা আক্তারসহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।