সোহেল রানাঃ যশোরের শার্শার ডিহিতে মানব পাচার প্রতিরোধে আলোচনা সভা ও জনসচেতনতামূলক মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডিহি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দাতা সংস্থা চান্স সুইস ও বনো ডাইরেক্ট এইডের সহযোগিতায় মানবাধিকার সংগঠন রাইটস যশোর এ অনুষ্ঠানের আয়োজন করে।
ডিহি ইউনিয়ন পরিষদের সচিব সুফল কুমার সাহার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, রাইটস যশোর এর প্রোগ্রাম পরিচালক প্রদীপ দত্ত, উপ-পরিচালক মাজহারুল ইসলাম,সরোয়ার হোসেন, তৌফিকুজ্জামান, সুইজারল্যান্ডের করিন ওয়াগনার, স্টিয়ার, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুব্বার সরদার, সাংগঠনিক সালাউদ্দিন আহমেদ, ই সেবা উদ্যোক্তা শ্যামলী খাতুন, সাংবাদিক সোহেল রানা প্রমুখ।
এ সময় অতিথিবৃন্দ বলেন, মানব পাচার বাংলাদেশসহ সারা বিশ্বের অগ্রগতিতে একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। সমাজের নারী ও শিশুদের সুরক্ষায় সরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে বেসরকারি সংগঠনগুলোকেও একত্রিত হয়ে কাজ করতে হবে। সকলে একসাথে কাজ করে একটি প্রতিরোধ বলয় তৈরী করতে পারলে অবশ্যই সমাজকে মানব পাচার মুক্ত করা সম্ভব হবে।