সোহেল রানাঃ যশোরের শার্শায় পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ এঁর স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় পর্ষদের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল ইসলামের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও পাকশিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ পর্ষদের সভাপতি প্রফেসর আমিরুল আলম খাঁন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাকশিয়া আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান, দৈনিক জনকন্ঠের সিনিয়র সাংবাদিক সাজেদ রহমান, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান সর্দার, ডিহি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক রমজান আলী ,পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান, সাবেক সিনিয়র সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক সাহেব আলী, গুলশানারা বেগম, সাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল কাদের, অবিভাবক সদস্য প্রভাষক সাইদুজ্জামান বাবলু, জাহিদ হাসান, সাজিয়া সুলতানা সুমি,বিদ্যালয়ের শিক্ষার্থী তাহেরা সুলতানা, ফাহিম মুত্তাসিন, নাফিসা বিনতে বাশার ,শাফিয়া ইসলাম, নাফিজ রেজা প্রিন্সসহ আরও অনেকে।
এসময় উপস্থিত ছিলেন, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জুব্বার সর্দার, সাড়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, মাহমুদ হাসান সাজু,যুবদল নেতা কবির হোসেন, আক্তারুজ্জামান রুনুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ। পরে আব্দুস ছামাদ এঁর রুহের আত্নার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক আরিফ মাহমুদ।
আপনার মতামত লিখুন :