শেখ নাজমুল ইসলাম , শার্শা : শার্শার বাগআচড়া থেকে শুভ ঘোস (৩২) নামে এক যুবকের কাছ থেকে ১০টি স্বর্ণের বার উদ্বার করে ৷ শুভ ঘোষ মানিকগন্জ জেলার সিঙ্গাইর উপজেলার জয়মন্ডপ গ্রামের সুনিল ঘোসের ছেলে।
যশোরের নাভারন সার্কেল সিনিয়ার এ এস পি নিশাত আল নাহিয়ান যানান, ৪ঠ মে রবিবার তাদের কাছে গোপন সংবাদ আসে ঢাকা থেকে একটি ইয়াবার চালান বাগআচড়ায় আসছে।
এস আই আলমগীর নেতৃত্বে সকাল থেকে বাগআচড়া উইনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে ৷ এক পর্যায়ে শুভ ঘোষকে তল্লাশী শুরু করলে সে দৌড়ে পালিয়ে যায়।
পরে উপস্তিত জনগনের সহযোগিতায় আসামিকে আটক করে তল্লাশী পরে ১কেজি১৯৩ গ্রাম স্বর্ণের বার উদ্বার করা হয় ৷ যার বর্তমান বাজার মুল্যু প্রায় ১কোটি ২০ লক্ষ টাকা।
জদ্বকৃত স্বর্ণ পরিক্ষা নিরিক্ষার পরে রাষ্ঠীয় কোষাগারে জমা এবং বিধি মোতাবেক স্বর্ণ চোরা চালানে মামলার প্রস্থতি চলছে।