নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর ও শাখারীপোতা বাজারে কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” জনগণের কাছে পৌঁছে দিতে একাধিক উঠান বৈঠকে অংশ নেন।
বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। অনুষ্ঠান সঞ্চালনা করেন রবিউল ইসলাম রবি।
বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলুসহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “তারেক রহমান দেশে ফিরবেন, আমরা ধানের শীষের প্রতীক নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।তাকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। একটি মৌলবাদী গোষ্ঠী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি ৩১ দফার কর্মসূচির মাধ্যমে যুবকদের কর্মসংস্থান, বেকার ভাতা, বৃদ্ধ ও বিধবাদের ভাতা, নারীদের বিনামূল্যে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “গ্রামীণ পর্যায়ে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হবে এবং দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হবে।”
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যশোর জেলা ও উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় জনগণ।