শার্শার বেনাপোল সীমান্তে আসামীসহ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৪, ৭:০১ অপরাহ্ণ /
শার্শার বেনাপোল সীমান্তে আসামীসহ মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ

নিজস্ব প্রতিনিধিঃ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০১ জন আসামীসহ ফেন্সিডিল, বিদেশী মদ, শাড়ী, থ্রী-পিস, তৈরী পোশাক, কম্বল, জর্দ্দা, কিটনাশক, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী আটক করেছেন।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, শনিবার (২৮ ডিসেম্বর) বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে (চার লক্ষ আশি হাজার একশত) টাকা মূল্যের আসামীসহ ফেন্সিডিল, বিদেশী মদ, ভারতীয় শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল, জর্দ্দা, কিটনাশক, বিভিন্ন প্রকার ঔষধ ও কসমেটিক্স সামগ্রী আটক করতে সক্ষম হয়।

বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্যের চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন।