শেখ সেলিমঃ আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে যশোর–৮৫/১ শার্শা আসনের ২নং লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর কলেজ মাঠে মঙ্গলবার বিকালে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন সভাপতিত্বে এবং সঞ্চালনা যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফারুক হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খাইরুজ্জামান মধু, সাবেক শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান সজল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ জোহার সেলিম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।