শাওন হুসাইনঃ গতকাল ছিল ১১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব অচিন্ত্য কুমার মন্ডলের শেষ কর্মদিবস। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান বিভাগ, শিক্ষক সমাজ এবং ছাত্রছাত্রীদের জন্য ছিল অনন্য ও প্রেরণাদায়ক।
জনাব অচিন্ত্য কুমার মন্ডল ব্যবস্থাপনা শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর পাঠদান ছিল অত্যন্ত কার্যকরী ও মনোগ্রাহী, যা শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা এবং নৈতিক মূল্যবোধ বিকাশে সহায়তা করেছে। তাঁর নেতৃত্বে বিভিন্ন একাডেমিক কার্যক্রম সাফল্যের সাথে সম্পন্ন হয়েছে।
জনাব অচিন্ত্য কুমার মন্ডল তাঁর পুরো কর্মজীবনে অধ্যবসায়, নিষ্ঠা এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তিনি শুধু একজন শিক্ষকই নন, ছিলেন এক আদর্শ পথপ্রদর্শক। তাঁর পাঠদানের পদ্ধতি, মানবিক দৃষ্টিভঙ্গি ও সহানুভূতিশীল আচরণ আমাদের সকলকে গভীরভাবে প্রভাবিত করেছে।
একজন সহকর্মী হিসেবে তিনি ছিলেন সদাচারী, সহযোগিতাপরায়ণ ও প্রগতিশীল মননের অধিকারী। তাঁর সহমর্মিতা ও পেশাগত নিষ্ঠা সবসময় সকলের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। আজকের এই দিনটি আমাদের জন্য একদিকে যেমন বেদনার, অন্যদিকে তেমনি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের মুহূর্তে আমরা তাঁর ভবিষ্যৎ জীবন সুন্দর, সুস্থ ও সফল হোক এই শুভকামনা জানাই।
পরিশেষে, ব্যবস্থাপনা বিভাগ ও সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে জনাব অচিন্ত্য কুমার মন্ডলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা।
আপনার মতামত লিখুন :