শার্শা উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন


Shohel Rana প্রকাশের সময় : জানুয়ারি ২৪, ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ /
শার্শা উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন

সোহেল রানাঃ যশোরের শার্শা উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা বিএনপির কতৃক এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, আজ ২৪ জানুয়ারি শুক্রবার শার্শা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা কিন্তু সকল পদে একাধিক প্রার্থী ছিলেন যে কারণে সম্মেলন নির্বাচনে মোড় নেই। সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে।

নির্বাচনে কোন প্রকার জটিলতা যেন না আসতে পারে সেই কারণেই জেলা বিএনপির সকল প্রার্থীদের সাথে আলোচনা সাপেক্ষে জেলা কমিটি একটি দায়িত্ব নিলে এবং একটি সুন্দর কমিটি করে দেওয়ার সিদ্ধান্ত জানালে উপজেলা বিএনপি’র সকল পদের প্রার্থীরা সম্মতি জ্ঞাপন করেন।

শুক্রবার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাবিরুল হক সাবু কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে কমিটি প্রকাশ করা হয়। নব নির্বাচিত কমিটিতে শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন সাবেক সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু,সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল হাসান জহির,সহ-সভাপতি রুহুল কুদ্দুস ( সাবেক চেয়ারম্যান), সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা বিএনপির সদস্য এ্যাডঃ মোস্তফা কামাল মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা বিএনপির সন্মানিত সদস্য আলহাজ্ব আশরাফুল আলম বাবু,সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ। ১১ সদস্য বিশিষ্ট কমিটি যশোর জেলা বিএনপি কতৃক অনুমোদিত হয়েছে। পরবর্তীতে নব নির্বাচিত কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রকাশ করবে।