শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের যোগদান


Shohel Rana প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ /
শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের যোগদান

সোহেল রানাঃ যশোরের শার্শা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: মারুফ‌ হোসেন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরপরই নবাগত ওসি থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। একই সাথে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সবাইকে পেশাগত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের নির্দেশনা দেন।

এসময় তিনি বলেন, শার্শা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নির্মূল, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।