সারসা বার্তা ডেস্ক: শার্শা থানা পুলিশ কর্তৃক চলমান বিশেষ অভিযান পরিচালনাকালে ০১(এক) জন নিয়মিত মামলা ও জিআর সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জনসহ ০২(দুই) জন আসামী গ্রেফতার।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়ের নির্দেশক্রমে শার্শা থানার অফিসার ইনচার্জ জনাব কে. এম রবিউল ইসলাম এর নির্দেশনায় এসআই(নিঃ)/আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ২৮/০৪/২০২৫ তারিখ রাত ০৩.০৫ ঘটিকার সময় শার্শা থানাধীন বাগুড়ী এলাকা হতে শার্শা থানা সাহেব শার্শা থানার মামলা নং-২২, তারিখ-২৮/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩৪২/৩৮৫/৩২৩/৫০৬ পেনাল কোড, ১৮৬০ এর এজাহারনামীয় আসামী ১) মোঃ মাহামুদ আলী (৫৫), পিতা-মৃত সরোয়ার সরদার, সাং-বাগুড়ী, থানা-শার্শা, জেলা-যশোরকে ও এসআই(নিঃ)/মোঃ রেজাউল হক সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানার মামলা নং-০৫, তারিখ-০৪/১১/২০১৫, জিআর-২৭৫/১৫ প্রসেস নং-৬৩/২৪ এর পরোয়ানা ভূক্ত সাজাপ্রাপ্ত আসামী বিল্লাল হোসেন মোড়ল, পিতা-মৃত হাবিবুর রহমান মোড়ল, সাং-যাদবপুর (ঘোষপাড়া), থানা-শার্শা, জেলা-যশোরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদ্বদের যথযথ পুলিশ স্কটের মাধ্যমে অদ্য ইং ২৯/০৪/২০২৫ তারিখ বিজ্ঞ আদলতে প্রেরণের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :