দক্ষ জনশক্তি তৈরি করতে শিশুদেরকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের লক্ষ্যে শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ড নাজিব হাসান।
উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকাগন সরেজমিনে শার্শা টিএসসির বিভিন্ন ল্যাব ও ক্লাসরুম পরিদর্শন করেন।২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণিতে এখানে ভর্তি শুরু হয়েছে।
প্রাইমারি শিক্ষা শেষে ৬ষ্ঠ শ্রেণিতে শার্শা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভর্তি হবে শিক্ষার্থী ও অবিভাবকদের সেরা চয়েজ। বিনামূল্যে শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্কলারশিপের ব্যবস্থা আছে এখানে।প্রতি শ্রেণিতে আসন সংখ্যা সীমিত।
এখানে পড়াশোনার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা স্বনির্ভর হবে এবং বিদেশে গেলেও দক্ষ জনশক্তি হিসেবে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে।এখানে ৬ষ্ঠ থেকে এইচএসসি পর্যন্ত কারিগরি শিক্ষায় পড়াশোনা করা যায়।