মোস্তফা কামাল যশোরঃ শিলাবৃষ্টিতে উঠতি ফসল ও ফলের চরম ক্ষয়ক্ষতি হয়েছে যশোরে। সোমবার বিকাল তিনটার দিকে আকস্মিক শিলা বৃষ্টি ও ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে যশোরের সবকটি উপজেলা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইরি ক্ষেতের ও পটলে চাষীদের। এছাড়া শিলা বৃষ্টিতে টিনের ঘর গুলো ফুটো হয়ে গেছে বলেও খবর মিলেছে।
বাঘারপাড়া উপজেলার আগড়া গ্রামের কৃষক হাবিব জানান, তার ৩০ মন বিঘা প্রতি ধান হয়েছিলো কিন্তু হঠাৎ শিলা বৃষ্টিতে এখন ১৫ মন পাওয়া মুশকিল হবে। আহসাননগর গ্রামের পটল চাষি দেলোয়ার হোসেন বলেন, শিলা বৃষ্টিতে পটল গাছের আগা ভেঙ্গে পড়ে গেছে এছাড়াও ফুলের কলি নষ্ট হয়ে গেছে।
এখনো মাঠের পর মাঠ ধান রয়েছে এলাকার কৃষকদের। মাত্র কয়েক মিনিটের শিলা বৃষ্টি ও ঝড়ে এলাকায় কৃষক পরিবারের মাঝে আহাজারি শুরু হয়েছে।