শীতে কাপছে সারাদেশ :
Sarsa Barta
প্রকাশের সময় : জানুয়ারি ৬, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ /
০

শীতে কাপছে সারাদেশ :
মোঃ খোরশেদ আলম (সংবাদকর্মী)
শীতে কাপছে সারাদেশ
থরথর অবস্থা মনে হয়!
প্রচন্ড হাড় কাঁপানো এই ঠান্ডা শীতে
অসহায় শিশু ও বৃদ্ধ মানুষ দেখে
যাদের কাঁদেনা হৃদয়;
তাদের কি মানুষ বলেরে ভাই?
সে তো নইরে মানুষ
সে তো পাশান ও হিংস্র পশু জাতি মনে হয়।
মানুয নামের হিল্লা সৃষ্টি করছে
আল্লাহ মহান,
সেই মানুষ জাতি শীতার্ত অসহায় মানুষ দেখে
কি করে চুপ রয়?
শুনেছি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি
মানুষ তারে কয়।
তাহলে অসহায় জীব-প্রাণী দেখে
যার কাঁদেনা হৃদয়
তাঁকে কি বলা যায়, বলো তো তুমি ভাই?
শীতে কাপছে রে ভাই সারাদেশ।।
আপনার মতামত লিখুন :