খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) ভোররাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে খুলনার ডিবি কার্যালয়ে আনা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, ‘কাজী ফয়েজ মাহমুদকে আমরা কয়েকদিন ধরে খুঁজছিলাম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি, তিনি ঢাকার বসুন্ধরায় অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে একটি ভাড়া করা বাসা থেকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে তাকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছে গোয়েন্দা দল।’
পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, শেখ সোহেলের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে আসছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাত ভাই বিসিবির সাবেক পরিচালক এবং যুবলীগ নেতা শেখ সোহেলের ঘনিষ্ঠ ও কথিত মামা ছিলেন এই ফয়েজ। শেখ সোহেলের সবচেয়ে ঘনিষ্ঠ এই ফয়েজ ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা সংগ্রহসহ নানা অপরাধে জড়িত ছিলেন বলে জানা গেছে।
এছাড়াও খুলনায় শেখ পরিবারের অপকর্মের মাস্টারমাইন্ড ছিলেন কাজীঢ ফয়েজ বলে নগরীতে চাউর আছে।