শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ


Sarsa Barta প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ৩:৪৬ অপরাহ্ণ /
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ

– ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী ২০ এপ্রিলের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার বিচারপতি মো: গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম।

এদিন একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।