অবশেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অবস্থান সম্পর্কে দেশটির এক সংবাদমাধ্যমের খবরে তথ্য জানানো হয়েছে। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১১ জুলাই) বিকেলে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে দেশ ত্যাগ করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ৯ জুলাইয়ের বিক্ষোভের পর শ্রীলঙ্কার জলসীমার মধ্যে নৌবাহিনীর একটি জাহাজে থাকা রাজাপাকসে আজ ত্রিবাহিনীর কমান্ডারের সঙ্গে সাক্ষাতের পর দেশ ত্যাগ করেন। তবে তিনি ঠিক কোন দেশে গেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।
যদিও ইতোমধ্যে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন গোটাবায়া। তিনি আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন বলে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে। এরপর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বলে খবরে বলা হয়েছে।
শ্রীলঙ্কা ব্যাপক মুদ্রাস্ফীতিতে জর্জরিত এবং ৭০ বছরের ইতিহাসে দেশটি সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে পড়েছে। যার কারণে খাদ্য, জ্বালানি এবং ওষুধ আমদানি করতে লড়াই করতে হচ্ছে তাদের।
প্রেসিডেন্টের চেয়ারে বসে ছবি, প্রধানমন্ত্রীর বেডে রেসলিং খেলছেন বিক্ষোভকারীরাপ্রেসিডেন্টের চেয়ারে বসে ছবি, প্রধানমন্ত্রীর বেডে রেসলিং খেলছেন বিক্ষোভকারীরা
দেশটির বৈদেশিক মুদ্রা শেষ হয়ে গেছে এবং ব্যক্তিগত যানবাহনের জন্য পেট্রোল এবং ডিজেল বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হয়েছে, যার ফলে জ্বালানির জন্য দিনব্যাপী দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে সাধারণ মানুষকে।