সংবিধান সংশোধন যা সংসদের মাধ্যমেই সম্ভব বললেন আমীর খসরু


Sarsa Barta প্রকাশের সময় : আগস্ট ২, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ /
সংবিধান সংশোধন যা সংসদের মাধ্যমেই সম্ভব বললেন আমীর খসরু

সংবিধান সংশোধন নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সংবিধানে কোনো পরিবর্তন আনতে হলে তা অবশ্যই সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হতে হবে, যা সংসদ ছাড়া সম্ভব নয়।

শনিবার রাজধানীর নীলক্ষেত এলাকায় ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (আইসিএমএবি) মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, সংবিধানের যেকোনো সংশোধন করতে হলে তা সংসদের মাধ্যমেই করতে হবে। জনগণের কাছ থেকে রাজনৈতিক দলগুলোকে ম্যান্ডেট নিতে হবে। গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়া ছাড়া সংবিধান সংশোধন সম্ভব নয়।

তিনি আরও বলেন, যারা নির্বাচন ও গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চায়, তারা আসলে গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা কী চায়, তা নিজেরাই জানে না।

বাংলাদেশে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সহনশীলতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে আমীর খসরু বলেন, সংস্কার করতে হলে রাজনৈতিক সংস্কৃতিও পাল্টাতে হবে। সহনশীলতা ও অন্যের মতের প্রতি সম্মান না থাকলে কোনো সংস্কারই কাজে আসবে না।

তিনি বলেন, জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে রাজনৈতিক ঐক্য গড়ে তুলতেই হবে।

বিএনপি নেতৃত্বাধীন জোটে ৫ আগস্টের পর বিভক্তি তৈরি হয়েছে—এমন আলোচনা সম্পর্কে আমীর খসরু বলেন, আমি কোনো অনৈক্য দেখতে পাচ্ছি না। প্রতিটি দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকবেই। যেখানে একমত হওয়া যাবে, সেখানে একমত হবো। আর যেখানে মতবিরোধ থাকবে, তা জনগণের সামনে তুলে ধরতে হবে। কারণ দেশের মালিক জনগণ, সিদ্ধান্তও তাদের হাতেই।