সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মী সোহানুরকে ট্রাকের চাপা দিয়ে হত্যা, চালক জনতার হাতে আটক


Sarsa Barta প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:৩৪ পূর্বাহ্ণ /
সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মী সোহানুরকে ট্রাকের চাপা দিয়ে হত্যা, চালক জনতার হাতে আটক

– ছবি : সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নেভাতে আসা একজন ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দিয়েছে একটি ট্রাক। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

আহত ওই ফায়ার সার্ভিস কর্মীর নাম সোহানুর। সচিবালয়ের দক্ষিণ দিকের ১ নম্বর ফটকের সামনের রাস্তায় ট্রাকটি তাকে চাপা দিলে সে মারা যায়। পরে ট্রাক ও ট্রাকের চালককে ধাওয়া করে আটক করেছে ঘটনাস্থলে থাকা লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের একজন সদস্য বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক এসে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান।

এর আগে দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়ায় মোট ১৮টি ইউনিট অগুন নিয়ন্ত্রেণ যোগ দেয়। তাদের সাথে যোগ দিয়েছে সেনা ও পুলিশ সদস্যরা।