ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পৃথিবীর ইতিহাসে যেসব নবী রাসূলের কথা আমরা জানি, তাদের সঙ্গে রাসূলে পাকের সুস্পষ্ট পার্থক্য যেটা, সেটা হলো হযরত মুহাম্মদ (সঃ) এর মাধ্যমে তার নিজ দেশ এবং আশেপাশের বিপুল এলাকা জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারা দুনিয়ায় ইসলাম এমন একটি ধর্ম যা ক্রমবর্ধমান জাতি, নতুন নতুন দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে আবির্ভূত হচ্ছে। সুতরাং এই মানুষটির জন্মদিনকে আমরা উৎসবের দিন হিসেবে পালন করতেই পারি। রাসূল (সাঃ) যেখানে জন্মগ্রহণ করেছিলেন, অন্ধকার যুগে সেখানে মানুষ অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন ছিল। সেখানে তাদের তিনি ঐক্যবদ্ধ করে ছিলেন। আজকের এই দিনে আপনাদের কাছে আমার অনুরোধ, ইসলাম শান্তির ধর্ম, আমরা যেন সমাজে শান্তি বজায় রাখি, শৃঙ্খলা বজায় রাখি।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল হোসাইন, সাবেক সদস্য সচিব মাওলানা নজরুল ইসলামসহ অন্যান্য নেতারা।