সম্পাদকীয়-সারসা শব্দের দুটি রুপ দুটি বানান


Sarsa Barta প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১:০৫ অপরাহ্ণ /
সম্পাদকীয়-সারসা শব্দের দুটি রুপ দুটি বানান

সম্পাদকীয়-

বাংলাদেশের প্রথম ঐতিহ্যবাহী জেলা যশোহর। ব্রিটিশ আমলের নানা স্থাপত্য নিদর্শণ নিয়ে বৈচিত্র্যের দিক থেকে শীর্ষে। যশোহর আজ শৌর্যবীর্যে নিজেকে যশহরণকারী যশোর নামে পরিচিতি এনেছে নিজ গুণে। এ জেলারই এক গর্বিত থানা/উপজেলা শার্শা(বর্তমান) নাম। অতীতে মানে ব্রিটিশ প্রিয়ডে এর ঐতিহ্যবাহী নাম ছিল এখনো আছে সেটি সারসা নামের শব্দ যা বর্তমান প্রজন্ম কেও জানেই না।

সারসা শব্দটি মাটি ও মানুষের পরিচিতি আর শার্শা শব্দটি এসেছে ব্যক্তি শাসক মানে দিল্লির সুলতান শের শাহের নামের থেকে। ব্রিটিশ শাসনামলের পূর্বে ছিল বাদশাহী আমল, সম্রাটী আমল, সুলতানী শাসনামল বা কখনো কখনো রাজাদের আমল। এমনি পর্যায়ে সম্রাটদের আমল পেরিয়ে আসে সুলতানি আমল তারপর বাদশাহী আমল সবশেষে ব্রিটিশ শাসনামল মানে ইংরেজ শাসনামল। এই আমলে আমাদের থানা সারসা নামে অভিহিত প্রতিষ্ঠিত হয় ইতিহাসের পাতায়। সরস তৎসম শব্দটি প্রাকৃতে সরসা তা থেকে সারসা উদ্ভব হয়ে তদ্ভব শব্দ রুপ লাভ করে। যার ব্রিটিশ বিদায় শেষে পাক-ভারত স্বাধীনতার পরবর্তী পূর্ব পাকিস্তানের প্রথম ভূমি জরিপ ৬২’র এস এ রেকর্ড জরিপ নকশায় ‘সারসা’ শব্দটি ব্যবহার করে এবং আর এস এ’র ৯০’র জরিপ নকশায়ও সারসা নাম বানান ব্যবহার করা হয়েছে।

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনেরপর আমাদের ঐতিহ্যবাহী উর্বরশালী ভূমি সারসার নামের বানানটি কিভাবে পরিবর্তন করে শার্শা শব্দ বানানে রুপ দিয়েছেন আজ পর্যন্ত তার ইতিহাস পাওয়া যায়নি। অন্তত আমার তা অজানা। ২০০৩ সালে আমি একটি সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশের ইচ্ছা সিদ্ধান্ত নিয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করি। নামের প্রস্তাব করি ‘সারসা’ বানানে। সারসা শব্দটি অধুনাকালের নয়, এটি অতি প্রাচীন যা বহু শতাব্দী ধরেই। যে নামে ইংরেজ শাসনামলের পাক-ভারত স্বাধীনতা লাভের পর যশোর জেলার সারসা নামের থানাটির অস্তিত্ব টিকে থাকে সি এস এ, এস এ, তৎপরবর্তি আর এস এ ভূমি জরিপ রেকর্ডে। কিন্তু বর্তমান প্রজন্ম এ নামের অতীত ইতিহাস না জেনে অন্ধ সেজে দিল্লির সুলতান শের শাহ’র নাম থেকে উদ্ভব তদ্ভব শব্দ শার্শা নিয়ে বিতর্কের সৃষ্টি করেছে। সারসা শব্দটি আমাদের থানা উপজেলার ভূগোলিক পরিচিতি। সরস শব্দের অর্থ উর্বর শক্তিশালী। সরস>সরসা>সারসা এ হলো শব্দটির উৎপত্তি ধারা। আজ যারা সারসা বানান সম্পর্কে নাক সিটকান, শব্দের বানান ভুল বলার দুঃসাহস দেখান তারা শার্শা শব্দের উৎপত্তি কিভাবে তা কি বলতে পারবেন? পারবেন না শব্দটির অর্থও বলতে পারবেন না। হ্যাঁ বলতে পারবেন যদি ইতিহাস জানা থাকে। একটা কথাই অজ্ঞদের উদ্দেশ্যে বলব, আপনারা আমাদের থানা উপজেলার নামের শব্দের বানান নিয়ে সমালোচনা নাকরে শব্দ বানানের ইতিহাস জানুন। তাহলে এ বিষয়ে আর অযৌক্তিক বিতর্কের অবতারনা আসবেনা মনে।