নুরুল আমিন। কালিগঞ্জ ( সাতক্ষী রা) প্রতিনিধি:
সাতক্ষীরার কালিগঞ্জের কৃতি সন্তান কালবেলা'র মোজো রিপোর্টার রিপোর্টার, কৃষ্ণনগর সাংবাদিক সমিতির অন্যতম সদস্য আব্দুর রহমান (মাহিন) এর উপর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান ও হামলায় জড়িত এশিয়ান টিভির রিপোর্টার পরিচয় দানকারী (ইতোমধ্যে বহিস্কৃত) এনামূল হক'কে দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে কৃষ্ণনগর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শনিবার ( ২৮ ডিসেম্বর ) যুগান্তরের সাবেক সিটি রিপোর্টার কালবেলার মোজো রিপোর্টার আব্দুর রহমান মাহিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেশাগত দায়িত্বপালনকালে এশিয়ান টিভির কার্ডধারী সাংবাদিক এনামুল হক সহ বেশ কয়েকজন হামলা চালায়। হামলায় আহত মাহিনকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় এশিয়ান টিভি থেকে এনামুল হককে স্থায়ী ভাবে বহিষ্কার করেছে কতৃপক্ষ। এবং সন্ত্রাসী এনামূলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় এজাহার দায়ের করা হয়েছে।