সাতক্ষীরার কালিগঞ্জে ইনসানিয়া রিলিফের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির


Sarsa Barta প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ণ /
সাতক্ষীরার কালিগঞ্জে ইনসানিয়া রিলিফের উদ্যোগে চক্ষু চিকিৎসা শিবির

নুরুল আমিন। , নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ইনসানিয়া রিলিফ শিকাগো, আমেরিকার উদ্যোগে এবং বি এন এসবি চক্ষু হাসপাতাল, জোসেফিয়ান শিক্ষা-স্বাস্থ্য প্রণোদনা খুলনা ও সাইড সেভার্সের সার্বিক ব্যবস্থাপনায় ৬ শতাধিক নারী-পুরুষকে বিনামূল্য চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

রবিবার(২০ এপ্রিল) সকালে কালিগঞ্জ উপজেলার তেরুলিয়া গ্রামের নির্ভানাতে এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত এ চিকিৎসা শিবির থেকে ৬৫৪ জন ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্য সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ৪২ জনকে অস্ত্র পাচারের জন্য বি এন এসবি চক্ষু হাসপাতাল খুলনায় স্থানান্তর ১৫৫ জনকে চশমা এবং বাকিদের ব্যবস্থাপত্র সহ উষধ দিয়েছে উদ্যোগতারা।

জোসেফিয়ানের ডিরেক্টর অফ ম্যানেজমেন্ট মিজানুর রহমান খান(ডিকেন) জানান জোসেফিয়ান ডক্টরর্স ফোরামের সমন্বয়ক ডা: এস এম আ: মালেক, বি এন এসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন ডা: সাদিয়া আফরিন ও ডা: সৌরভ কুমার বিশ্বাস চিকিৎসা শিবিরটিতে সেবা প্রদান করেন।

ইনসানিয়া রিলিফের ট্রেজার তারেক আজিম জানান আমেরিকার শিকাগো শহর থেকে পরিচালিত হয়ে থাকে ইনসানিয়া রিলিফ, এটি একটি সেবা মূলক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা সহ দুস্থ অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীদের সহযোগীতার মাধ্যমে সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন জাপনের সুযোগ করে দেওয়া।
প্রতিষ্ঠানটির সদস্য সাজ্জাদ হোসেন মুকুল বলেন বিগত কয়েক বছর থেকে প্রতিষ্ঠানটি খুলনা, বাগেরহাট, চট্রগ্রাম ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে সেবা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।