সাতক্ষীরার কালিগঞ্জে বিন্দু’র ‘রিমাল’ দুর্গতদের সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


Sarsa Barta প্রকাশের সময় : জুন ৬, ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ণ /
সাতক্ষীরার কালিগঞ্জে বিন্দু’র ‘রিমাল’ দুর্গতদের সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মো: নুরুল আমিন।, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার লক্ষ্যে কালিগঞ্জে বিন্দু নারী উন্নয়ন সংগঠন এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশের সভাপতিত্বে বুধবার (৫জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ এর সহযোগিতায় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল, দক্ষিণ শ্রীপুর ও ভাড়াশিমলা ইউনিয়ন এবং শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে রিমাল দুর্গতদের মাঝে হাইজিন সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে জানিয়ে বিন্দু’র প্রোগ্রাম অফিসার (পরিবেশ) কানিজ সাইমা আঁখি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় স্বচ্ছ প্রক্রিয়ায় রিমাল দুর্গত দুস্থ পরিবারকে বাছাই করা হবে।
নির্বাচিত ৪ টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৪শ’ জনকে ‘সার্ভিয়াল অ্যাসিস্ট্যান্স ফর সাইক্লোন রিমাল অ্যাফেক্টেড ফ্যামিলিস ইন দ্যা কোস্টাল ডিস্ট্রিক্ট (SARA) এর আওতায় গৃহীত প্রকল্পের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে বিন্দু নারী উন্নয়ন সংগঠন।
প্রকল্প অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন বিন্দু’র প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, বিন্দুর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, জিএম মামুন, রফিকুল ইসলাম প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ বলেন, ঘুর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার উদ্যোগ নেয়ায় ওই পরিবারগুলো উপকৃত হবে। প্রকৃত ভুক্তভোগী যাচাইবাছাই করে তাদের সহায়তা করার জন্য তিনি প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

Uncategorized বিভাগের আরো খবর

শার্শার ডিহিতে বিএনপির আলোচনা সভা ও দোয়া  নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শার ডিহিতে বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  ৮০তম জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডিহি ইউনিয়ন পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   এসময় উপস্থিত ছিলেন,শার্শা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম আব্দুল হক, ডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক বাহারুল ইসলাম, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সামছুর রহমান, আবুল কালাম আজাদ, আবু কালাম হোসেন, বিএনপি নেতা মইনুদ্দিন আহমেদ মনু, ডাঃ হযরত আলী, ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান বাবলু, যুবদল নেতা আব্দুল গফুর, সাজেদুর সর্দার, আমিরুল ইসলাম, তাইজুল ইসলাম খোকন, যুবদল নেতা আরিফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন,তানভীর আলম বাবু, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ইয়ামিন সর্দারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।   পরে অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা এবং ছাত্র  আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

শার্শার ডিহিতে বিএনপির আলোচনা সভা ও দোয়া নিজস্ব প্রতিবেদকঃ যশোরের শার্শার ডিহিতে বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ডিহি ইউনিয়ন পরিষদের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,শার্শা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এস এম আব্দুল হক, ডিহি ইউনিয়ন বিএনপির আহবায়ক বাহারুল ইসলাম, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য সামছুর রহমান, আবুল কালাম আজাদ, আবু কালাম হোসেন, বিএনপি নেতা মইনুদ্দিন আহমেদ মনু, ডাঃ হযরত আলী, ছাত্রদলের সাবেক সভাপতি শহিদুজ্জামান বাবলু, যুবদল নেতা আব্দুল গফুর, সাজেদুর সর্দার, আমিরুল ইসলাম, তাইজুল ইসলাম খোকন, যুবদল নেতা আরিফ হোসেন, আব্দুল্লাহ আল মামুন,তানভীর আলম বাবু, ৯নং ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ইয়ামিন সর্দারসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কেক কেটে পালন, সুস্থতা কামনা এবং ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আরও খবর