নিজস্ব প্রতিনিধি: গুপ্ত সংগঠনের সাথে পূর্বের সংশ্লিষ্টতা, রাজনৈতিক পরিচয় গোপন, সাংগঠনিক দায়িত্বে চরম অবহেলা এবং সাবেক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিব হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সাদ্দাম ও সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত রাকিব হোসেন পূর্বে ছাত্রলীগের মথুরেশপুর ইউনিয়ন শাখার সহ-সভাপতি এবং জাতীয় নাগরিক পার্টিরও সদস্য ছিলেন। এই রাজনৈতিক সংশ্লিষ্টতা গোপন করে তিনি ছাত্রদলে যোগ দেন। এছাড়া সদ্য সাবেক সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদস্য মোঃ হাসিবুর রহমান হৃদয়ের ওপর অতর্কিত হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
সব অভিযোগ যাচাই-বাছাই শেষে তাকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :