সারসা বার্তা’র একুশ বছরে পদার্পণ
একুশ বছরের দীর্ঘ পথচলা কোনো সংবাদমাধ্যমের জন্য শুধু সময় নয়, এটি আস্থা, ভালোবাসা ও দায়িত্বশীলতার এক অমূল্য অর্জন। সারসা বার্তা তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সত্য, ন্যায়, স্বচ্ছতা ও জনগণের পক্ষে কথা বলার সাহসী ভূমিকা রেখে চলেছে।
মেহেদী হাসান এর পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সারসা বার্তা পরিবারের সকল সাংবাদিক, কর্মী এবং পাঠককে। আপনাদের অক্লান্ত পরিশ্রম ও অবিচল নিষ্ঠার ফলেই এই দীর্ঘ সময় অতিক্রম করে আজ নতুন অধ্যায়ে প্রবেশ করেছে সারসা বার্তা।
একুশ বছরের যাত্রায় সারসা বার্তা শুধু খবরই পরিবেশন করেনি, বরং মানুষের ভাবনা, স্বপ্ন ও প্রত্যাশার সাথী হয়ে উঠেছে। সামাজিক অন্যায়, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকতার সাহসী ভূমিকা যেমন রেখেছে, তেমনি শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন ও মানবকল্যাণের ইতিবাচক বার্তাও ছড়িয়ে দিয়েছে।
আমার বিশ্বাস, সামনের দিনগুলোতেও সারসা বার্তা থাকবে সত্যের পক্ষে, জনগণের পাশে এবং নিরপেক্ষ সংবাদচর্চায় অগ্রগামী।
“একুশ বছরের আলোকিত পথচলা হোক আগামীর শক্তি, সাহস ও অনুপ্রেরণা।”
শুভকামনা সারসা বার্তা’র আগামী দিনের প্রতিটি পদক্ষেপের জন্য।
– মেহেদী হাসান
আপনার মতামত লিখুন :