শার্শা থেকে প্রকাশিত সারসা বার্তার সম্পাদক কবি আব্দুস সালাম গফফার গ্যাসফর্ম করে দারুণ ভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন। আজ দুপুরে তিনি সহসা মারাত্মক গ্যাসফর্মে আক্রান্ত হন। সাথে সাথে পরিবারের সদস্যরা দ্রুত চিকিৎসক নিয়ে আসেন এবং চিকিৎসা দেন। দ্রুত গ্যাসের ইনজেকশন পরপর দুটি ইনজেকশন প্রদানের ঘন্টা দুয়েক পর কিছুটা উন্নতি হলে বিকাল ৪টার দিকে তার পারিবারিক চিকিৎসক আসেন এবং আরো দুটি ইনজেকশন প্রদান করেন। একই সাথে প্রয়োজনীয় মেডিসিন দেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো পুরোপুরি সুস্থ নন। তার অসুস্থতার সংবাদ প্রতিবেশীদের কাছে ছড়িয়ে পড়লে দলে দলে তাকে দেখতে আসেন। এবং সকলেই একবাক্যে তার সুস্থতা কামনায় দোয়া করেন করতে থাকেন। দলমত নির্বিশেষে তার জন্যে দোয়া করতে থাকেন। তার গ্যাসফর্মের সংবাদ সারসা বার্তার সম্পদক ও স্টাফ রিপোর্টারদের কাছে গেলে সহ: প্রধান সম্পাদক ফিরোজ মেহেদী, বার্তা সম্পাদক সোহেল রানা, সিনিয়র স্টাফ রিপোর্টার জাকির হোসেন এবং ভ্রাম্যমাণ প্রতিনিধি সেলিম শেখ ছুটে আসেন দেখতে। তারা মাগরিব বাদ শেষে দোয়া কামনা করে বিদায় নেন। এবং সারসা বার্তা পরিবারের পক্ষ্য থেকে সকলের কাছে সুস্থতার নিমিত্তে দোয়া কামনা করেছেন।